শেষটা রাঙাতে পারলেন না কেভিতোভা

খেলাধুলা ডেস্ক:

ক্যারিয়ারে শেষ বারের মতো উইম্বলডনে খেললেন পেত্রা কেভিতোভা। তবে চেক প্রজাতন্ত্রের এ তারকা শেষটা রাঙাতে পারলেন না। ৬-৩ ও ৬-১ গেমে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের এমা নাভারোর কাছে। তবে দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছেন ইগা শিয়ানটেক। পোলিশ তারকা ৭-৫ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন রুশ খেলোয়াড় পলিনা কুদেরমেতোভাকে।

তবে মেয়েদের এককে হতাশ করেছেন হিদার ওয়াটসন। ব্রিটেনের এই তারকা বিদায় নিয়েছেন টুর্নামেন্টের একক ইভেন্ট থেকে। ব্রিটিশ তারকা প্রথম সেট ৬-২ গেমে জিতে শুরু করেছিলেন লড়াই। কিন্তু পরের দুই সেটে আর পেরে ওঠেননি। দ্বিতীয় ও তৃতীয় সেট টানা ৬-৪ ও ৬-৩ গেমে হেরে ম্যাচটাই হাতছাড়া করেন হিদার।

উইম্বলডনে দারুণ শুরু করলেন জানিক সিনার। পুরুষ এককে মঙ্গলবার পেলেন দুর্দান্ত এক জয়। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম আসরের প্রথম রাউন্ডে ইতালিয়ান এ তারকা পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। প্রথম সেটে একটু লড়াই জমিয়ে তোলার চেষ্টা অবশ্য করেছেন সিনারের স্বদেশি লুকা নার্দি। তবে পেরে ওঠেননি। হেরে যান ৪-৬ গেমে। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর মেজর টেনিস টুর্নামেন্টে পরের দুই সেটে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন সিনার। আসরের শীর্ষ বাছাই শেষের দুই সেট জেতেন ৬-৩ ও ৬-০ গেমে।

জার্মানির আলেক্সান্ডার জভেরেভ ৭-৬ (৭-৩), ৬-৭ (৮-১০), ৬-৩, ৬-৭(৫-৭) ও ৬-৪ গেমে হার মানেন ফরাসি প্রতিপক্ষ আর্থার রাইন্ডার্কনেচের কাছে। জয় পেয়েছে ক্রোয়েশিয়ার মারিন চিলিচও। বেলজিয়ামের খেলোয়াড়কে হারান তিনি ৬-৩, ৬-৬-৪ ও ৬-৩ গেমে।

Share