খেলাধুলা ডেস্ক:
কিছুদিন ধরে খবরটি উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যমের আকাশে। ইসরাইলকে বয়কট করতে যাচ্ছে জর্ডান। অবশেষে সেই উড়ো খবরই সত্যি হলো। অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরাইলের বিপক্ষে ম্যাচ খেলেনি তাদের প্রতিবেশী দেশটি। ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বয়সভিত্তিক বৈশ্বিক আসরের ম্যাচটি বর্জন করেছে জর্ডান।
প্রতিপক্ষ ওয়াকওভার করায় ইসরাইল পেয়েছে ২০-০ পয়েন্টের টেকনিক্যাল জয়। রোববার সুইজারল্যান্ডের লুসানের কুলি অ্যারেনায় দুদলের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জর্ডান আনুষ্ঠানিকভাবে আয়োজকদের ম্যাচ না খেলার কথা জানিয়ে দেয়।
এই ম্যাচ না খেলায় জর্ডান দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার চারে রয়েছে। দুই ম্যাচের দুই জয়ে ৪ পয়েন্টের পুঁজি নিয়ে সবার উপরে রয়েছে এখন ইসরাইল। সমান ৩ পয়েন্টের সংগ্রহ নিয়ে গ্রুপের অন্য দুই দল সুইজারল্যান্ড ও ডমিনিকান প্রজাতন্ত্র রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।