তেঁখ বাংলা রিপোর্ট :
আগামী ১৫ নভেম্বর থেকে পীরের বাজার সংলগ্ন মাঠে পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ‘আতাশন প্রিমিয়ার লীগ (এপিএল) ২০২৫ – সিজন ৫’-এর। গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এই জনপ্রিয় ক্রিকেট প্রতিযোগিতা ইতোমধ্যেই আতাশনসহ আশপাশের অঞ্চলে ক্রীড়ামোদী তরুণদের এক প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
এবারের টুর্নামেন্টের আয়োজন করছে আতাশন সিক্স স্টার ক্রিকেট ক্লাব। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি ম্যাচেই থাকছে আকর্ষণীয় নগদ পুরস্কার—ম্যান অব দ্য ম্যাচ হিসেবে বিজয়ী ক্রিকেটার পাবেন ৫০০ টাকা, আর ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া গেম চেঞ্জার খেলোয়াড়কে দেওয়া হবে ৪০০ টাকা প্রাইজমানি। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়ে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসী সম্প্রদায়ের সহযোগিতায় দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য থাকবে নানা রকম আয়োজন।
আয়োজকরা জানান,“আমাদের উদ্দেশ্য শুধু ক্রিকেট খেলা নয়; আমরা চাই আতাশনের তরুণরা খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে সম্প্রীতি গড়ে তুলুক এবং ইতিবাচক জীবনধারায় অনুপ্রাণিত হোক।”
স্থানীয় সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সুফিয়ানুল মাছুম বলেন“আতাশন প্রিমিয়ার লীগ স্থানীয় তরুণদের জন্য এক অনন্য মঞ্চ। এখান থেকেই ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটাররা উঠে আসবে বলে আমি বিশ্বাস করি।”
এপিএল আয়োজনের মাধ্যমে প্রতি বছর আতাশনে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ভিড় জমে স্থানীয় দর্শক, ক্রিকেটপ্রেমী ও পরিবারগুলোর। স্থানীয় সামাজিক নেতারাও বলছেন, এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় যুক্ত রাখার একটি কার্যকর উদ্যোগ।
উল্লেখ্য, আতাশন সিক্স স্টার ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি প্রথম শুরু হয় ২০২১ সালে। ধারাবাহিকতা বজায় রেখে এবারের পঞ্চম আসর স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে আয়োজকরা।