এবার হজে আরাফার ময়দানে প্রথম সন্তান প্রসব

ডেস্ক রিপোর্ট:

আরাফাতের ময়দানে খুতবা শোনার সময় হঠাৎ প্রসব ব্যথা উঠে। এমন অবস্থায় সেখানেই এবার হজে প্রথম সন্তান জন্ম দিয়েছেন এক টোগোলিজ নারী। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির একটি বিশেষায়িত মেডিকেল টিম। মূলত এই টিমের তত্ত্বাবধানে আরাফাতের ময়দানে প্রসব সম্পন্ন হয়।

সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, তারা হজযাত্রীদের সুবিধার্থে সব ধরনের মানবিক ও প্রযুক্তিগত সম্পদ নিয়োগ করেছে, যা সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ১৬ লাখেরও বেশি হজযাত্রী নিরাপদে ও নির্বিঘ্নে আরাফাতের মাঠে অবস্থান করেন। এবং যেখানে কোনো নিরাপত্তা বা স্বাস্থ্যগত ঘটনা ঘটেনি।

মক্কা ও মিনা থেকে হজযাত্রীদের আরাফাতের মাঠে স্থানান্তর একটি ইউনিফাইড জয়েন্ট অপারেশনস অ্যান্ড ডিসপ্যাচিং সেন্টারের মাধ্যমে এই সেবা দেয়া সম্ভব হয়েছে, যা রিয়েল টাইমে নিয়ন্ত্রণ ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে।

Share
bn BN en EN