ইসলামী শিক্ষা ও শিশুদের পারফরম্যান্সে আলো ছড়ালো বাংলাদেশ কমিউনিটি মসজিদ

বিশেষ প্রতিবেদন:

ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার (CCM IDF)। এ কেন্দ্রের অধীনে পরিচালিত মাদরাসায় রয়েছে মক্তব, হিফজ বিভাগ এবং নৈতিকতা শিক্ষা—যা ফ্রান্সের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়।

গত ৬ জুলাই ২০২৫, রবিবার, ফ্রান্সের সেন্টার পরিচালিত মাদরাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন নাফিন বিন হারুন। সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম ও মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর আহমাদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ জালাল আহমেদ। বক্তব্য রাখেন মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ফয়েজ আহমদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গারী আল হাসান, সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ বেলাল উদ্দিন, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, মহিলা হিফজ বিভাগের ইনচার্জ হাফিজা প্রফেসর হানান এবং শিক্ষক শেখ মারওয়ান।

শতাধিক অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য ইসলামী সাংস্কৃতিক মিলনমেলায়। প্রতিটি ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি নৈতিকতা ও উপস্থিতির ভিত্তিতে নির্বাচিত আরও শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। রংতুলি ও অন্যান্য সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীসহ মোট প্রায় ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল কুরআন তেলাওয়াত, হাদীস পাঠ এবং সূরার ফরাসি অনুবাদ। কুরআন তেলাওয়াত করে তাসনুভা উদ্দিন, জাকিয়া নুরুল, সামাস্সা মুহাম্মদ, মাহি চৌধুরি ও জিবরাইল। সূরার অনুবাদ উপস্থাপন করে সামিয়া ইসলাম ও আবু তালহা। আর হাদীস পাঠ করে আরবি ও ফরাসি অনুবাদসহ অংশ নেয় আদনান উদ্দিন, আনাস ইসলাম ও রাফি লিনা। শিক্ষার্থীদের স্পষ্ট উচ্চারণ ও অনুপ্রাণিত পরিবেশনায় উপস্থিত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হন।

অনুষ্ঠান শেষ হয় পুরস্কার বিতরণ ও হালকা আপ্যায়নের মাধ্যমে। আয়োজনটি নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক চেতনা গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিভাবক ও আয়োজকরা মনে করেন।

Share