ডেস্ক রিপোর্ট:
আমার ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি তুলে ধরি এবং মুসল্লিদের কাছে দোয়া কামনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার হযরত কালুশাহ কমপ্লেক্স মসজিদে নামাজের পূর্বে আমি দাঁড়িয়ে প্রথমে আমার ও পরিবারের পরিচিতি তুলে ধরি এবং মুসল্লীদের কাছে দোয়া চেয়েছি। এসময় মসজিদের বাহিরে থেকে কিছু ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী এবং বিভিন্ন মামলার আসামি আমাকে কটাক্ষ করে উচ্চস্বরে বিভিন্নভাবে কথা বলতে থাকে এবং আমাকে নাজেহাল ও অপমান করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মসজিদের মুসল্লি সেলিম মেম্বার আমার দেশকে বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের এমপি ও উপজেলা চেয়ারম্যান মসজিদে বক্তব্য দিতে আসলে শুক্রবার জুমার নামাজের সময় পর্যন্ত পিছিয়ে দিয়েছে। জামায়াতের একজন সিনিয়র নেতা ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী শুক্রবার জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে ওনার পরিবারের ও ব্যক্তিগত পরিচিতি তুলে ধরেছেন এবং মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেননি।
মসজিদের মুসল্লি ব্যবসায়ী তারেক আমার দেশকে বলেন, হযরত কালুশাহ কমপ্লেক্স মসজিদের সাবেক খতিব ওমাইয়া রেজবির কিছু ভক্ত ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন মামলার আসামি প্রায় ২০/৩০ জন সন্ত্রাসী একত্রিত হয়ে মসজিদের ভিতরে মব সৃষ্টি করে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীকে অপমানিত ও লাঞ্ছিত করার চেষ্টা করেছে। পরবর্তীতে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ বা মামলা করতে আসেননি।