ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। স্বাধীনতার মহান ঘোষক, দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে এ দল গঠন করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে এই দলের দর্শন। এ দেশের রাজনীতিতে চার যুগের ঐতিহ্যবাহী দলটি পাঁচবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল।
দীর্ঘ সময়ে দলটিকে অনেক বিপর্যয়ের মধ্যেও পড়তে হয়েছে। জনপ্রিয় এই রাজনৈতিক দলটি বেশি দুঃসময় পার করেছে বিগত ১৭ বছরে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দ্বারা দলটির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং কয়েক হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার এবং শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ বছর কারাভোগ করেছেন।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে ১৭ বছর ধরে বিদেশে নির্বাসনে থাকতে হয়েছে। একইসঙ্গে বারবার দল ভাঙারও চেষ্টা করা হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দল ভাঙতে পারেনি আওয়ামী লীগ। জুলুম-নির্যাতনের মুখেও দলটির নেতৃত্বে সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। এভাবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়।
বিএনপি আগামী দিনগুলোতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে, দেশমাতৃকার সেবায় নিজেদের নিবেদন করে বিএনপি আগামী দিনগুলোতেও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
তিনি দলের প্রতিষ্ঠার দিনকে স্মরণ করে বলেন, আজকের দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। স্বাধীনতার অব্যবহিত পরই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় বাকশালী ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করা হয়। স্বাধীনতা-উত্তর আওয়ামী দুঃশাসনে বিশৃঙ্খলা, সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ বিষয় হয়ে ওঠে।
পৃথক এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ থেকে ৪৭ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান, বীর উত্তম এ দেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেশ ও জাতির চরম সংকটকালে দুঃশাসনের বাতাবরণের মধ্যে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতন সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমি সেই অদম্য সাহসের প্রতীক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই আন্তরিক শ্রদ্ধা।
কর্মসূচি
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে অংশ নেবেন বিএনপি মহাসচিবসহ দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সর্বস্তরের নেতাকর্মী।
এদিন দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ২ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠকসহ দেশব্যাপী নানা কর্মসূটি রয়েছে।