জাতিকে পরিচালনায় সবচেয়ে বড় কারিগর মেধাবীরা: শিবির সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, মেধাবীরা দেশ পরিচালনা করবে এবং একটা জাতিকে পরিচালনা করতে সবচেয়ে বড় কারিগর হচ্ছে মেধাবীরা।

সেই মেধাবীদের সঠিকভাবে মূল্যায়ন করা না হলে তাদের মধ্যে মমত্ববোধ ও দেশের প্রতি আনুগত্য তৈরি করা যায় না। ফলে এসব মেধাবীর মাধ্যমে ধ্বংসযজ্ঞ পরিচালনা হওয়া ছাড়া সমাজ ও রাষ্ট্রে আর ভালো কিছু আশা করা সম্ভব নয় বলে জানান তিনি ।

শুক্রবার ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।

মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠানে সেখানকার জিপিএ-৫ পাওয়া প্রায় এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ২১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এই অপরাধ করতেও অনেক মেধার ব্যাপার। এ মেধায় জড়িত ছিল রাষ্ট্রের বড় কর্তারা। এরা শাহবাগে একটা সিস্টেম করে এটা ভেকম করেছিল। কত সূক্ষ্ম একটা মেকানিজম।

প্রথমে রায় দিয়েছে, সে রায়ে ফাঁসি না দিয়ে শাহবাগে বোকা বানিয়ে, সেখানে খিচুড়ি পাকিয়ে চারদিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মব ক্রিয়েট করে এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিগত সরকার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। একটা গ্রুপের কাছে ১২টা ব্যাংক জমা করে রাখছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার সে ব্যাংক থেকে লুটপাট করেছে। এভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা শিখিয়েছে কেমনে ইলেকশন মেকানিজম করতে হয়। মানুষ ভোট দেবে না কিন্তু ইলেকশন হয়ে যাবে।

ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. ফাউযান আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম।

Share