ডেস্ক রিপোর্ট:
নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রমাণ করেছে বিমানের ফিটনেস ছিল না। আমরা এমনএকটা দেশে বাস করি যে, দেশে মানুষেরও ফিটনেস থাকে না। রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা আমাদের ওপর ফিটনেস ছাড়া একটি রাষ্ট্র চাপিয়ে দিয়েছিলেন।
শুক্রবার বেলা ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে দলের পথসভায় তিনি এ কথা বলেন।
মুজিববাদকে সামাজিক ও সাংস্কৃতিকভাবে উৎখাত করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট জনগণ রায় দিয়েছেন মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। মুজিববাদ মানে গুম-খুনের রাজনীতি। মুজিববাদ মানে ইসলামবিদ্বেষী, সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী। এরা টাকা পাচারকারী। দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি করে।
নাহিদ আরো বলেন, বিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া দেশ এখন সংস্কারের দিকে এগুচ্ছে। ঐকমত্য কমিশনে বিএনপি (তাদের আগের অবস্থান থেকে) এখন যথেষ্ট সরে এসেছে। তাদের ধন্যবাদ জানাই।
এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তি নানা কৌশলে দেশে প্রবেশ করার চেষ্টা করছে। জীবন থাকতে আওয়ামী সেবাদাসকে উত্থান হতে দেব না। নতুন বাংলাদেশ গড়তে হলে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়তে হবে।
এনসিপির সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় পথসভা সঞ্চালনা করেন।