ডেস্ক রিপোর্ট:
শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় চলমান পদ্মা নদীর ভাঙনে শত শত পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভয়াবহ এই দুর্যোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং শরীয়তপুর-জাজিরা নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে রিকশা প্রতিকের সম্ভাব্য প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, এলাকাবাসী বছরের পর বছর ধরে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে আসছে। বারবার সরকারি কর্মকর্তারা এলেও কার্যকর পদক্ষেপের কোনো প্রতিফলন দেখা যায়নি। শুধু আশ্বাস নয়, এবার বাস্তব পদক্ষেপ দেখতে চায় এই এলাকার মানুষ।
তিনি বলেন, এই এলাকায় নদী ভাঙনের অন্যতম কারণ হলো অসাধু ব্যবসায়ীদের দ্বারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন। এই প্রভাবশালী বালু চক্রের কাছে স্থানীয়রা জিম্মি ও কোণঠাসা। এক্ষেত্রে প্রশাসনের নিরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক।
তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মহাসচিব আরও বলেন, সরকারকে দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে এই দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো উচিত।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, জাজিরা উপজেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম মানিক, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান জান্নাতসহ স্থানীয় নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা।