কেন্দ্র দখল ও ভোটবাক্স লুটের নির্বাচন চায় না জামায়াত

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে বিগত ৫৪ বছরের ইতিহাসের কেন্দ্র দখল ও ভোটবাক্স লুটের নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্ল্যাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই সরকার গঠন করেছে তারা জনগণের ভোটের নামে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এজন্যই জামায়াতে ইসলামী বারবার দাবি জানাচ্ছে- জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে। কিন্তু জামায়াত যখনই সংস্কারের কথা বলছে একটি দল প্রচার করছে জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। অথচ যারা সংস্কার ছাড়া হাসিনা মার্কা নির্বাচন চায় তারাই জাতির সঙ্গে প্রতারণা করতে সংস্কারের পরিবর্তে যেনতেন নির্বাচন চায়।

শুক্রবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট চুরি, কেন্দ্র দখলের চিন্তা না থাকলে সংস্কারে আপত্তি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যার বিচার শেষ করে পিআর পদ্ধতির নির্বাচনে আসেন। বড় দল, কোনো দলের মৌলিক পরিচয় হতে পারে না। মৌলিক পরিচয় হচ্ছে আদর্শ, নীতি এবং ত্যাগের রাজনীতি। এসময় তিনি বড় দল দাবি করা দলকে, জামায়াতের অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বলেন, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে।

Share