আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই: সেলিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আমরা বাংলাদেশে মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই। দেশে ছোট ছোট দলগুলোও পার্লামেন্টে কথা বলবে। আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই। আগামীতে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকলেও সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই।

বুধবার রাত ৮ টায় রাজধানীর কারওয়ানবাজার এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত প্রচার মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । ১৯ জুলাই সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ সফলের আহ্বানে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি আম্বরশাহ মসজিদের পাশ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেট গোল চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফলের আহ্বানের পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। এছাড়া মিছিলে নেতাকর্মীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক ও প্লাকার্ড শোভা পাচ্ছিল।

সেলিম উদ্দিন বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন কেড়ে নিয়েছিল। দাঁড়িপাল্লা মার্কা কেড়ে নিয়েছিল। শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আমাদের নেতা এটিএম আজহারুল ইসলাম আইনিভাবে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন। এত কিছুর পরও আমরা কোন সমাবেশ করিনি, আনন্দ মিছিল করিনি।

তিনি বলেন, আগামী ১৯ জুলাই সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ ডেকেছেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান। সাত দফা দাবির মধ্যে রয়েছে-পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করতে হবে। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

সেলিম উদ্দিন আরো বলেন, এসব দাবিতে ১৯ জুলাই সমাবেশ করবে জামায়াত। সবচেয়ে বড় স্মরণীয় সমাবেশ হবে। সেদিন প্রমাণ করবে দেশ কারা চালাবে। দাঁড়িপাল্লার জোয়ার হবে। ঢাকাবাসী সবাইকে সেই সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মন্ডল ও এস এম মনির আহমেদ প্রমুখ।

মিছিলের আগে কারওয়ানবাজার আম্বরশাহ মসজিদে জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বৈঠকে বক্তব্য রাখেন মুহাম্মদ সেলিম উদ্দিন। সোহরাওয়ার্দীর জাতীয় সমাবেশ সফলের আহ্বানে বৃহস্পতিবার থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জামায়াতের মিছিল হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Share