ডেস্ক রিপোর্ট:
সচিবালয়ের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে কাউকে দেখা গেছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সামাজিক মাধ্যম পেইজগুলো থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হতো না। সরকার যেন দায়িত্বশীল আচরণ করে এবং দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে।
মঙ্গলবার রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সোমবারের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চলমান পদযাত্রা কর্মসূচি স্থগিত করে ঢাকায় এসেছেন এনসিপি নেতারা।
উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার মতো বড় বড় ঘটনাগুলো সামলাতে অন্তর্বর্তী সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। সঠিক সময়ে তথ্য প্রকাশ, উপদেষ্টাদের মধ্যে সমন্বয় ও দুর্ঘটনার কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করার আহ্বানও জানিয়েছেন তিনি।
এ দুর্ঘটনায় মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে দুই উপদেষ্টার উত্তেজিত জনতার ক্ষোভে অবরুদ্ধ থাকা, ছাত্রবিক্ষোভে শিক্ষা সচিবকে সরানো এবং আন্দোলনকারীদের সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য সরকারের দায়িত্বহীন আচরণ ও সমন্বয়হীনতাকে দায়ী করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ।
তিনি বলেন, এমন যদি অবস্থা হয় যে উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নাই। যেখানে পুরো জাতি ট্রমাটাইজ, ঢাকার শিক্ষার্থীরা দুর্ঘটনার কারণে ট্রমাটাইজ সেখানে পরের দিন একটা পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাতের ৩টা বেজে যাচ্ছে। উপদেষ্টারা দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।
সরকার সঠিক সময়ে সঠিক তথ্য প্রকাশে ব্যর্থ হয়েছে এবং তাতে পরিস্থিতি ঘোলাটে হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সোমবার রাত থেকে লাশ গুম করার প্রচারণা আমরা দেখছি। সরকারের জায়গা থেকে এনিয়ে সঠিক বক্তব্য আসা উচিত ছিল। ওই সময় সেখানে কতজন শিক্ষক, শিক্ষার্থী, স্টাফ ছিলেন তার তথ্য দ্রুত প্রকাশ করা উচিত। কতজন হতাহত আছেন এই তথ্যটা নিয়মিত আপডেট করা উচিত। যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং বিভিন্ন জায়গা থেকে লাশ গুম করার ঘটনা আসলেই যেন না ঘটে থাকে। সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং ব্যাপক প্রচার করতে হবে।
তিনি বলেন, পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কেন এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটল। সরকার এবং সরকারের বাইরের বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা উচিত। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম গঠনে পদক্ষেপ নেওয়া উচিত। উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দার, মশিউর রহমান, এসএম শাহরিয়ার, সানাউল্লাহ প্রমুখ।