অপকর্মের দিকে মানুষ আর ফিরে যেতে চায় না: জামায়াত সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট:

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ১৬-১৭ বছরে দেশের মানুষ যে দুঃশাসন, নির্যাতন ও অপকর্ম দেখেছে, সেই পথে তারা আর ফিরতে চায় না। মানুষ পরিবর্তন চায়। বুধবার বিকেলে খুলনার শিরোমণিতে সমাবেশে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য একটি কল্যাণরাষ্ট্র গড়া; যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, জুলুম ও শোষণ। থাকবে ন্যায়বিচার, ইনসাফ, পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। শাসক হবে সেবক, শোষক নয়।

তিনি বলেন, সংসদ হলো রাষ্ট্র পরিচালনার কেন্দ্র, কিন্তু ক্ষমতায় গেলে শাসকরা সেই দায়িত্ব ভুলে সীমাহীন লুটপাট ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে। ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পায় না।

তিনি দাবি করেন, গত জোট সরকারের সময় জামায়াতের দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে একটিও দুর্নীতির রেকর্ড নেই, যা প্রমাণ করে টেকসই উন্নয়ন ও সৎ রাষ্ট্র পরিচালনায় জামায়াতই উপযুক্ত বিকল্প।

Share