সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ নিয়ে দিনভর আলোচনা

ডেস্ক রিপোর্ট:

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির গুলশানের বাসায় অনুষ্ঠিত ওই সাক্ষাৎ সৌজন্যমূলক বলে জানা গেছে।

অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্মস ফোর্সেস ডিভিশনের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান।

এ দুই সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ জনমনে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়। গুজব ছড়িয়ে পড়ে- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন।

তবে আমার দেশ-এর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা গেছে, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাপ্রধান পিলখানা ট্র্যাজেডি এবং গুমের তদন্ত ও বিচার কার্যক্রম নিয়ে কথা বলেন। এ বিষয়ে তিনি আইনি দিকগুলো জানতে চান।

অপরদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে পিএসওর সাক্ষাৎটি ছিল রুটিনওয়ার্ক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসেবে পিএসওকে নিয়মিতই সাক্ষাতে যেতে হয়।

Share