সরকার চেয়েছে ঐক্য, দলগুলো চেয়েছে আইনশৃঙ্খলার কঠোরতা: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট:

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলার কঠোর প্রয়োগ আশা করা হয়েছে। 

মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল গুলোর বৈঠক শেষে রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অবশেষে পুলিশ পাহারায় বের হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চারটি রাজনৈতিক দলকে ডেকেছিলেন। আজকের আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে।  প্রতিটি রাজনৈতিক দল বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোন মত ভিন্নতা নেই। 

“দলগুলোর কোন কোনটি বলেছে- রাজনীতির প্রশ্নে মাঠে আমরা একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারি। এর মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদের রাজনৈতিক সহযোগী। রাজনীতির মাঠে মাঝে মাঝে এরকম কিছু কথা বলা হবে।”

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে, এটা ওনারা বলেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে- নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।”

প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে আসিফ নজরুল বলেন, “বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয়। গঠনমূলক কোনো কর্মসূচি দিয়ে হোক, অথবা যেকোনো ভাবে হোক, আপনার যদি একসাথে থাকেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে।”

“ঐক্যের প্রমাণ হিসেবে রাজনৈতিক দলগুলো উপস্থাপন করে যে, মাঠে উনারা নিজেদের মধ্যে যাই বলুন না কেন, প্রধান উপদেষ্টা ডাকলে সবাই একসাথে হাজির হন। ঐক্য থাকার আরেকটা প্রমাণ হচ্ছে যে দলগুলো জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে নিয়মিত যাচ্ছে। 

“দলগুলো একটা বিষয় খুব জোর দিয়ে বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে আমাদের মধ্যে কোন হতাশা বা দুশ্চিন্তা থাকার কোন প্রয়োজন নেই। 

দলগুলো একটি বিষয় বলার চেষ্টা করেছে, নিষিদ্ধ দল, ফ্যাসিস্টদের সহযোগীরা মাঝেমধ্যে দেশের এখানে সেখানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। উনারা আমাদেরকে বলেছেন প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে। আমরা উনাদেরকে বলেছি- রাজনৈতিক দলগুলোর ঐক্যটা মাঠে আরও বেশি দৃশ্যমান করুন।”

সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত থাকলেও তিনি কোন বক্তব্য দেননি। 

Share