ডেস্ক রিপোর্ট:
মতিঝিলের সেনা কল্যাণ ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১১ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার শাহজাহান হোসেন জানান, সেনা কল্যাণ ভবনের ২১ তলায় বাংলাদেশ ব্যাংকের একটি অফিসে আগুন লাগে। ব্যাংক পরিদর্শন বিভাগ-৪ এর অফিস এটি।