তিন দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির বিচার এবং তিন দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সড়কে অবস্থান নেন তারা। এ সময় ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পাঁচ ঘণ্টা পর নতুন কর্মসূচি- ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। পরে রাত ৮টার দিকে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ১০টায় শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারা দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

‎এর আগে সোমবার ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার শাহবাগ অবরোধ করেন তারা। ‎‎

শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এছাড়া প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো— নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে। দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ‎

গাজীপুরে পাল্টা ‘ব্লকেড’ ডিপ্লোমা প্রকৌশলীদের

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের হেনস্তা এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদে গাজীপুরে সড়ক আটকে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এতে তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে পরিবহন চালক ও যাত্রীদের। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ‘ব্লকেড’ করেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার এসএম আশরাফুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজার হাজার মানুষ অবস্থান নেয়। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ৮টার দিকে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপ্লোমা প্রকৌশলীরা বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর শিমুলতলী রোডের সিটিটি মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা জয়দেবপুরের শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তায় রাস্তা অবরোধ করেন।

Share