মুরারিচাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি: সভাপতি জাবের, সম্পাদক গুলজার

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার ৪র্থ ‘শরৎ কবিতা উৎসব’র অনু্ষ্ঠান শেষে স্বাক্ষর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী ও ফৌজিয়া আজিজ’র সুপারিশকৃত ১৩তম নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন এম.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। এ সময় বিদায়ী সভাপতি মইনুল হোসেন আবির নতুন সভাপতিকে বরণ করে নেন।

নতুন কমিটিতে মোহাম্মদ আলী জাবের তালুকদার সভাপতি, নাঈমুল ইসলাম গুলজার সাধারণ সম্পাদক ও মো: আবদুল কাদের সজীব ভূঁইয়া’কে সাংগঠনিক সম্পাদক করে প্রস্তাবিত ১৩তম কার্যনির্বাহী (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়। 

এক বছর মেয়াদী কার্যকরী পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি- মিলাদ আহমেদ, চৌধুরী নাফিসা। সহ-সাংগঠনিক সম্পাদক অনুশুয়া বিশারদ অতসী। অর্থ সম্পাদক জীবন দাস পার্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইউসুফ আল আজাদ, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগ। দপ্তর সম্পাদক পাহেল মিয়া। সিনিয়র কার্যনির্বাহী সদস্য- আহমদ হাসান মান্না, সিজান শেখ, ওমা দেব। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ফাহিমুল ইসলাম বুলবুল, মার্জিয়া সুলতানা নাজিয়া, শতাব্দী তালুকদার তুলি এবং বিউটি আক্তার সোমা।

উল্লেখ্য, ২০১১ সালে অখণ্ড পৃথিবী অসীম কবিতা শ্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে মুরারিচাঁদ কবিতা পরিষদ। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর ৫২ প্রশ্নে ২১ পুরস্কার- কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ ও ক্যাম্পাসের একমাত্র সাহিত্যপত্র “ত্রৈমাসিক জাগরণ” প্রকাশসহ মুরারিচাঁদ কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসহ মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাসে শুদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে প্রতিনিয়ত।

Share