কেমুসাসের ১২৩১তম সাহিত্য আসর অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:

ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২৩১তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গতকাল (১৫ মে ২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় আসরে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম কাজল, বিশিষ্ট সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, কবি মাহফুজ জোহা ও কবি ও বাচিকশিল্পী নাঈমুল ইসলাম গুলজার।

সাহিত্য আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জুবের আহমদ সার্জন। আসরে লেখা পাঠে অংশ নেন আমিনা শহীদ চৌধুরী মান্না, আতাউর রহমান বঙ্গী, সাজন আহমদ সাজু, ওমর ফারুক, আলিম উদ্দিন আলম, জুবের আহমদ সার্জন, কে এম জুমায়েল বক্স, কামাল আহমদ, সুফি আকবর, সাজিদ নওফেল, মোহাম্মদ আল ওয়ালিদ প্রমুখ। গান পরিবেশন করেন বাউল উদাশি লাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, মো. বাহাউদ্দিন বাহার ও লিলু মিয়া। সেরা লেখক মনোনীত হন আমিনা শহীদ চৌধুরী মান্না।

Share
bn BN en EN