নেপালে জেন-জি আন্দোলনে গুলি, নিহত বেড়ে ১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক:

নেপালে জেন-জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সংসদ প্রাঙ্গণে প্রবেশ করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেকেই আহত হন।

দুর্নীতির অবসান এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জি বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে।

সহিংস সংঘর্ষের পর, কাঠমান্ডুর বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভ দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে।

Share