দক্ষ কর্মী ভিসা ফি নিয়ে নতুন তথ্য জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসার ওপর এক লাখ ডলার ফি আজ রোববার থেকে কার্যকর হচ্ছে। নতুন এইচ-১বি ভিসা নীতির ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, প্রতিটি ভিসা আবেদনের সঙ্গে এই নতুন ফি আরোপ করা হবে। তবে যারা আগে থেকেই বৈধ ভিসাধারী, তাদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে না। খবর আল জাজিরার।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট স্পষ্ট করে জানিয়েছেন, এই ফি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং এই নিয়ম বর্তমান ভিসাধারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার দেয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন, যা শুধু ভিসার আবেদনপত্রের বেলায় প্রযোজ্য।’

তিনি আরো বলেন, ‘যাদের আগে থেকেই এইচ-১বি ভিসা আছে এবং বর্তমানে দেশের বাইরে আছেন তাদের পুনঃপ্রবেশের জন্য এক লাখ ডলার চার্জ দিতে হবে না। এটি শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, নবায়নকারীদের ক্ষেত্রে নয় এবং বর্তমান ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়।’

নতুন ফি আরোপের নির্বাহী আদেশটি শুক্রবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। আজ রোববার থেকে কার্যকর এই নীতি কার্যকর হয়েছে।

এরআগে, শুক্রবার যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসা ফি এক লাখ ডলার বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রোক্লেমেশন জারি করে এইচ-১বি কর্মী ভিসার ফি বছরে ১ লাখ ডলারে উন্নীত করেন।

আরএ

Share