আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে “উদ্বেগজনক” এবং “বৈরিতার প্রতিফলন” হিসেবে নিন্দা জানিয়েছেন।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিবৃতিতে তারা বলেন, এই পদক্ষেপ আইসিসির স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ এবং নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিতের বৈশ্বিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশেষজ্ঞরা জানান, আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দায়মুক্তির বিরুদ্ধে লড়াই দুর্বল করে এবং বিশ্বকে বার্তা দেয় যে “ন্যায়বিচার নয়, বরং ক্ষমতা নৃশংসতার মুখে শাসন করে।”

যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে দুই আইসিসি বিচারক ও দুই ডেপুটি প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আদালতের চার বিচারক ও প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞার ধারাবাহিকতা।

জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন কর্তৃপক্ষকে এসব পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নকে আইসিসি কর্মকর্তাদের সুরক্ষায় তাদের “ব্লকিং আইন” কার্যকর করার আহ্বান জানান।

Share