আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলিদের হামলা ও বাধা-বিপত্তি উপেক্ষা করে এখনো ফিলিস্তিনের গাজা অভিমুখে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪টি নৌযান।
বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ট্র্যাকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এদিকে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও আছেন।
ফ্লোটিলা সংগঠন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্যমতে, আগস্টের শেষ দিকে যাত্রা শুরু করা এই বহরে ছিল ৪৪টি বেসামরিক নৌযান। এগুলোতে প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী ছিলেন। নৌযানগুলোতে ওষুধ ও খাদ্য বহন করা হচ্ছিল। গাজার ওপর ইসরাইলের অবরোধের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে আলোচিত প্রতীকী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের আরোপিত অবরোধ ভাঙাই এই নৌবহরের অন্যতম প্রধান লক্ষ্য। গাজা উপত্যকায় ইসরাইল যুদ্ধে ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।