ত্রাণ নিতে যাওয়া হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি অবরোধের মুখে গাজায় খাদ্য সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় খাবারের সন্ধানে ছোটাছুটি করছে সেখানকার বাসিন্দারা।

কিন্তু সেই খাবার নিতে গিয়ে গত ২৭শে মে থেকে আজ পর্যন্ত, দুই মাসে ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ১০৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা ২১ মাসের হামলার মধ্যে চলতি বছরের শুরুতে মাত্র ৪২ দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছিল অবরুদ্ধ এই উপত্যকায়। অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষে যুদ্ধ বন্ধের স্থায়ী কোনো আলোচনা না করেই গত মার্চ থেকে আবারও তীব্র আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। সে সঙ্গে সর্বাত্মক অবরোধ চাপিয়ে দেয় গাজাবাসীর ওপর।

হামলা ও ত্রাণ অবরোধে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। নতুন করে যুদ্ধবিরতির জন্য গত দুই সপ্তাহ ধরে কাতারের রাজধানী দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারীরা। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি এখনো অধরাই রয়ে গেছে। এ অবস্থায় ইসরাইলের দেওয়া ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। বৃহস্পতিবার টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর পক্ষ থেকে হামাস মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে।

গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এর মধ্যেই বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তারা হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির প্রতি সংশোধিত জবাবের পর্যালোচনা করছে। একইসঙ্গে এ প্রতিক্রিয়াটি মূল্যায়ন করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Share