আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রাশিয়া চায় ইউক্রেন পুরো পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করুক। তবে মস্কোর এই দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। এটি ভবিষ্যতে আবার হামলার জন্য ব্যবহৃত হতে পারে বলেও তিনি সতর্ক করেছেন। ইউক্রেন তার নিজস্ব ভূমি থেকে এক বিন্দুও ছাড় দেবে না। এটি অসাংবিধানিক এবং ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসনকে উৎসাহিত করবে।
আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের আগে স্থানীয় সময় মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শান্তিচুক্তিতে ‘কিছু ভূখণ্ড বিনিময়ের’ বিষয়টি থাকতে পারে। ধারণা করা হয়, ডনবাসের যে অংশ এখনো কিয়েভ নিয়ন্ত্রণ করছে, তা ছেড়ে দেওয়ার দাবি জানাতে পারেন পুতিন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলেনস্কি বলেন, পুতিন কিয়েভের নিয়ন্ত্রণাধীন ডোনেৎস্ক অঞ্চলের ৯ হাজার বর্গকিলোমিটার অংশের ওপর নিয়ন্ত্রণ চান, যা কোনোভাবেই রাশিয়াকে ছেড়ে দেওয়া যাবে না। কারণ, ওই স্থানেই সবচেয়ে ভয়াবহ যুদ্ধ চলছে এখন।
এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, শান্তিচুক্তিতে ‘কিছু ভূখণ্ড বিনিময়ের’বিষয়টি থাকতে পারে। ধারণা করা হয়, ডনবাসের যে অংশ এখনো কিয়েভ নিয়ন্ত্রণ করছে, তা ছেড়ে দেওয়ার দাবি জানাতে পারেন পুতিন।
অন্যদিকে গত দিন দিনে রুশ বাহিনী তাদের অভিযান আরো জোরদার করেছে। এ সময়ের মধ্যে প্রায় ১০ কিলোমিটারের মতো অগ্রসর হয়েছে।