লন্ডনে ফেঞ্চুগঞ্জের দনারাম প্রবাসীদের মতবিনিময় সভা: ঐক্য ও উন্নয়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান

স্টাফ রিপোর্ট :

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) ইংল্যান্ডের রাজধানী লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রামের প্রবাসীদের এক মতবিনিময় সভা।

প্রবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ সভার সভাপতিত্ব করেন হাজি আব্দুল গফ্ফার মিয়া এবং পরিচালনা করেন মিনুর আহমদ। সভায় বক্তারা প্রবাসে থেকে দনারাম গ্রামের সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

সভায় আলোচকরা বলেন, প্রবাসে বসবাসরত দনারামবাসীরা যদি নিজেদের মধ্যে সংহতি ও সম্প্রীতি বজায় রাখেন, তবে দনারামের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সবার সম্মতিক্রমে হাজি আব্দুল গফ্ফার মিয়া, লইলু মিয়া, মজনু মিয়া, আব্দুল জলাল, মিনার মিয়া, লুদু মিয়া, জিল্লুর রহমান, শাহনাজ মিয়া, মালিক মিয়া এবং হাজি মজমিল আলীকে সদস্য করে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়— আসন্ন গ্রীষ্মে একটি মিলনমেলার আয়োজন, পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দনারামবাসীদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা, সংগঠনের মধ্যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা, একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং সদস্যদের জন্য মাসিক ফি নির্ধারণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন লইলু মিয়া, মজনু মিয়া, মিনার মিয়া, জিল্লুর রহমান, কালাম মাতিন লুলু, ফয়ছল আহমদ, আলাউদ্দিন আল আজাদ, উনু মিয়া, আব্দুল আহাদ, লুৎফুর রহমান ,ওয়ালেদ আহমেদ চৌধুরীসহ আরও অনেকে।

প্রবাসে থেকেও দনারাম গ্রামের উন্নয়ন ও ঐক্যের জন্য সবাই যে আন্তরিকভাবে একসঙ্গে কাজ করতে চান, সভায় তারই প্রতিফলন ঘটেছে।

Share