ষ্টাফ রিপোর্ট :
ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসে থাকা বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের নিয়ে “বিশ্বনাথ উপজেলা নাগরিক ফোরাম ফ্রান্স” এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাতসিমার এলাকার ইস্টিকুটুম রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সংগঠক জহির উদ্দীন ইমনের পরিচালনায় ও আলীম উদ্দীনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে গঠিত নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুত তহুর, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান লিজাদ, সিনিয়র সহসভাপতি সোয়েব আহমদ, সহসভাপতি আলী আকবর, সহসাধারণ সম্পাদক মামুন আহমদ, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন ইমন, প্রচার সম্পাদক আলীম উদ্দীন, সাহিত্য সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, অফিস সম্পাদক ইকবাল হোসেন, সংস্কৃতি সম্পাদক সাহেদ আলী, শ্রমবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক সোজেল আহমদ এবং কার্যকরী সদস্য হিসেবে সামছুল ইসলাম, আব্দুল হক ও সোহেল আহমদ নির্বাচিত হন।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দীকি। সভায় সর্বসম্মতভাবে সংগঠনের প্রথম উদ্যোগ হিসেবে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২ লাখ টাকায় ১৮টি ছাগল প্রদানের প্রকল্প গ্রহণ করা হয়। বক্তারা প্রবাসে থেকেও মাতৃভূমির মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।