আশা, সংগ্রাম আর মানবিকতার গল্পে ফ্রান্সে উন্মোচিত খিয়াং নয়নের নতুন বই

তেঁখ বাংলা রিপোর্ট:

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ আশা এবং আমার সংগ্রাম—Espoir et mon Combat” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রিপাবলিক চত্বর সংলগ্ন বুজ দ্য থ্যাবাই হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সংগঠন সিমাদ ইল দ্য ফ্রঁস-এর সেক্রেটারি মারি ফ্রঁস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (OFII)-এর অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম আলথেখস মিডিয়া-এর প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনেসহ অনেকে। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রাম তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। 

সাফ’র স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ-এর স্বাগত বক্তব্য ও সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও তাওহিদা আনজুম নাফিসা-র যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে লেখক খিয়াং নয়ন বলেন, আশা এবং আমার সংগ্রাম কেবল একটি নারীরজীবনের গল্প নয়এটি প্রতিটি অভিবাসীর লড়াইআত্মমর্যাদা  আশার প্রতীক। এটি তাঁর দ্বিতীয় প্রকাশনা; এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয় প্রথম গ্রন্থ জীবনের ছাপ। অনুষ্ঠানে লেখকের জীবনী পাঠ করেন ফরাসি অভিনেতা সোয়েব মোজাম্মেল, ফরাসি ভাষায় উপস্থাপনা করেন কৌশিক ওয়াসিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইশাম, লোকমান আহম্মদ আপন, সৈয়দা তৌফিকা সাহেদ ও বাদল পাল। কবিতা আবৃত্তি করেন আবু বকর আল আমিন ও সাইফুল ইসলাম। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন পরিণত হয় কবি, লেখক, সাংবাদিক ও বাচিকশিল্পীদের এক মিলনমেলায়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আশা, সংগ্রাম আর মানবিকতার গল্পে ফ্রান্সে উন্মোচিত খিয়াং নয়নের নতুন বই বিকশিত নারী সংঘের পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাফ’র সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Share