ভিগনিউ-সুর-সেনের ফোরামে সাফের উজ্জ্বল উপস্থিতি, মুগ্ধ ফরাসি দর্শক

ষ্টাফ রিপোর্ট :

ফ্রান্সের ভিগনিউ-সুর-সেন শহরে আয়োজিত বার্ষিক এসোসিয়েশন ফোরামে উচ্ছ্বাসের সঙ্গে অংশ নেয় সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দিনভর দর্শনার্থীতে মুখর ছিল সাফের স্টল যেখানে স্থানীয়রা এসে সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানেন ও মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ভিগনিউ-সুর-সেনের মেয়র ,স্থানীয় সংসদ সদস্য ও এসোন বিভাগের সভাপতি উপস্থিত ছিলেন। তাঁদের সামনে সাফ তুলে ধরে সংগঠনের লক্ষ্য সংহতি গড়ে তোলা এবং ফ্রান্সে বাংলাদেশি সংস্কৃতিকে পরিচিত করা।

দিনের প্রধান আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত দল ‘অসমাপ্ত’ পরিবেশন করে মনোমুগ্ধকর বাংলাদেশি গান এবং নৃত্যদল ‘সৃজনশীল নৃত্যাঙ্গন’ উপস্থাপন করে প্রাণবন্ত নৃত্যাভিনয়। দর্শকরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, যা দুই সংস্কৃতির মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে।

আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করা স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাফ কর্তৃপক্ষ। সংগঠনের প্রেসিডেন্ট এন কে নয়ন বলেন  ” আমাদের কার্যক্রম প্রমাণ করছে যে সাফ কেবল প্রবাসী সংগঠন নয়, বরং ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনের সেতু ” ।

Share