বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মতিঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) পুলিশ। তার নাম শহীদুল্লাহ চৌধুরী শাহীন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সহসম্পাদক ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, এদিন বিকালে মতিঝিলের জসীম উদদীন রোড-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের দুটি হত্যা মামলার এজারভুক্ত আসামি। তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share