ডেস্ক রিপোর্ট:
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী ক্যাডার ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আতাউর জামান বাবুকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার তার খালাতো ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যার চেষ্টার দুইটি মামলা রয়েছে থানায়।