ডেস্ক রিপোর্ট:
ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহকালে বিএনপি নেতা কাজী রাসেলের নেতৃত্বে সাংবাদিক নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ভোলা প্রেসক্লাব, ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ভোলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানের প্রত্যাহার এবং বিচার বিভাগীয় শাস্তি দাবি করেন সাংবাদিক নাসির উদ্দিন লিটন। তিনি বলেন, “আমি আহত হওয়ার পর থানায় গিয়ে ওসির কাছে আইনি সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু তিনি তা না করে নিজের ইচ্ছামতো সাধারণ ডায়েরি রেখে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান করেছিলেন। ওসির এ ধরনের আচরণ এবং বিএনপি নেতার পক্ষে অবলম্বন প্রাপ্ত হওয়ায় বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত।”
ওসির প্রত্যাহার এবং দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাসেলসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার দাবি করেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন: দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ শওকাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, আমার দেশ জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, নয়া দিগন্ত জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহাদাত শাহিন, চ্যানেল আই জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, একুশে টেলিভিশন জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, ভোলা মিডিয়া হাউজের সভাপতি জামাল উদ্দিন, সহ অন্যান্য ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ২২ আগস্ট শুক্রবার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি’র ভোলা স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ সন্ত্রাসী হামলার শিকার হন।