মায়ের কবরের পাশে চিরনিদ্রায় ঢাবি ছাত্রদল নেতা সাম্য

ডেস্ক রিপোর্ট:

মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। বুধবার রাত সোয়া ১০টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে সরাতৈল জান্নাতুল বাকি কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলসহ বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বুধবার রাত ৭টার দিকে সাম্যর লাশ সরাতৈল গ্রামে নিজ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। শোকে স্তব্ধ হয়ে পড়েন সরাতৈল গ্রাম। সাম্যকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসে তাকে এক নজর দেখতে।

নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে।

উল্লেখ্য- মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর কারাগার পাঠানো হয়। তারা হলেন- তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার।

Share