ডেস্ক রিপোর্ট:
যুবলীগের শীর্ষ ডাকাত ও ১৭ মামলার আসামি শাহজালাল মোল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার রাতে লক্ষ্মীপুরের চর রমনী মোহন ইউনিয়নের করাতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজালাল মোল্লা চর রমনী মোহন ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা, অস্ত্রসহ ১৭টি মামলা রয়েছে বলে জানা যায়। এরমধ্যে কয়েকটি মামলায় জামিন নিলেও কিছু মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে আধিপত্যবিস্তারসহ নানান অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। অনেকগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারি করা আছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।