ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার দেবিদ্বারে নিজেকে নবী দাবি করে বিভ্রান্তি সৃষ্টি করা একটি ভিডিও ভাইরাল হলে মমিন নামে একজনকে আটক করে পুলিশ।
মঙ্গলবার রাতে এ নিশ্চিত করে দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস।
আটক মোহাম্মদ মমিন পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী এলাকার বাসিন্দা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মমিন স্থানীয় এক সাংবাদিককে বলছেন যে তিনি নবুওত পেয়েছেন। মমিনের ভাষ্য, আল্লাহ তায়ালা বিশ্ববাসীর জন্য আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন! কালিমা হচ্ছে ‘আশহাদু আল্লাহ ইলাহা মুমিনুল্লাহ’! আমার পরেও যুগে যুগে বহু নবী আসবেন, কোরআনের কোথাও বলা নেই যে আর নবীর আগমন হবে না।
ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, মমিনের ভাইরাল ভিডিও দেখে তাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।