বাংলাদেশে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন তা উল্লেখ করেননি।

গতকাল রাতে তার নিজের ফেসবুক আইডিতে ইংরেজি এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ লেখেন, বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই। ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে। আপনারা বাড়তি কিছু যোগ করবেন না। বরং, পুনঃসংজ্ঞায়ন করুন, পুনঃগঠিত হোন এবং পুনরুদ্ধার করুণ।

Share