সংস্কার প্রস্তাব ও জুলাই সনদে সমঝোতায় আসতেই হবে

ডেস্ক রিপোর্ট:

সংস্কার প্রস্তাব ও জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই প্রক্রিয়া থেকে বের হওয়ার কোনো উপায় নেই।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এ কথা বলেন তিনি।

ড. ইউনূস আরো বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের। জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে।

সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন সংস্কার কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।

Share