ডেস্ক রিপোর্ট:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির চর্চা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি (সহ-সভাপতি) আব্দুর রশিদ।
শনিবার রাতে জাবির সিনেট ভবনে ফলাফল প্রকাশের প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাকসু ভিপি বলেন, ‘আমরা এর আগে দেখেছি যে দলীয় রাজনৈতিক চর্চা শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত করে। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের জন্য আমাদের যেভাবে কাজ করতে হবে, সেভাবেই কাজ করে যাবো। জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে আসছিলাম। ২০১৩ সালের একবার নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯-এ এসে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।’
নির্বাচন পরবর্তী পরিকল্পনা কী, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।’