কন্ঠরুদ্ধ নয়, কণ্ঠস্বর হবে ছাত্রদল: আকরাম

ডেস্ক রিপোর্ট:

শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল কন্ঠরুদ্ধ নয়, কণ্ঠস্বর হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

শনিবার রাজধানীর মিরপুরের দারুসসালাম থানার অন্তর্গত ১০ নং ওয়ার্ড ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা দারুসসালাম মাজার রোডের বাতেন নগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আকরাম আহমেদ বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় যারা আন্দোলনে ভূমিকা রেখেছিল তাদের দিয়ে কমিটি গঠন করা হবে। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাংলাদেশের সাধারণ মানুষের এবং সাধারণ শিক্ষার্থীদের কন্ঠরুদ্ধ করেছিল, আগামীতে কন্ঠরুদ্ধ নয়, কণ্ঠস্বর হবে ছাত্রদল।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, তারা মব সৃষ্টি করার চেষ্টা করছে, ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।

Share