ডেস্ক রিপোর্ট:
সাত বছর আগে ইসলামী ছাত্রশিবিরের একটি সংগীত ভিডিওতে মডেলিং করার অভিযোগে স্থায়ী বহিষ্কৃত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শরীফ উদ্দিন সরকার বলেছেন, ‘আমি গুপ্ত শিবির নই, কখনো ছিলামও না।’ সোমবার (৩০ জুন) কেন্দ্রীয় ছাত্রদল তাকে বহিষ্কার করে। বহিষ্কারের পর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
শরীফ জানান, মাদ্রাসা পড়ুয়া অবস্থায় গান শেখার উদ্দেশ্যে সাভারের ‘মল্লিক অ্যাকাডেমিতে যুক্ত হন, যা পরে শিবির সংশ্লিষ্ট বলে জানতে পারেন। তার ভাষ্য, “গানের শুটিংয়ে অংশ নিলেও তখন আমার কোনো রাজনৈতিক পরিচয় বা আদর্শ ছিল না।”
২০১৮ সালে ঢাবিতে ভর্তির পর কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন তিনি। এরপর ছাত্রদলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৯ সালের ডিসেম্বর থেকে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করেন।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের আন্দোলনে আহত হওয়ার পর জামায়াত-শিবির সংশ্লিষ্টতা ইস্যুতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার পুরনো ভিডিও তুলে ধরে বহিষ্কারের ব্যবস্থা করা হয়। অথচ ছাত্রদলে অনেকেই আগে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন তিনি।
শরীফ বলেন, “আমি জীবনবাজি রেখে সাত বছর ছাত্রদলের জন্য লড়েছি। বিচার না করে বহিষ্কার করা অন্যায়।” এসময় তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দাবি করেন।