ডেস্ক রিপোর্ট:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ‘সাদা দল’। ফ্যাসিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করে সংগঠনটি।
বুধবার রাতে এক বিবৃতিতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এ নিন্দা ও আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, এনসিপির পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সন্ত্রাসী হামলা চালিয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং সদস্যদের আহত করার ঘটনাও ঘটেছে। তারা বলেন, এসব ঘটনা প্রমাণ করে পরাজিত ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্রে লিপ্ত এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সক্রিয় রয়েছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার সময় নির্লিপ্ত ও ব্যর্থ ভূমিকা পালন করেছে। শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত না করে তারা দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ।
সাদা দলের বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেও, তার দোসররা এখনও দেশে সক্রিয়। তাই ফ্যাসিবাদ নির্মূল করতে একটি সর্বস্তরের জাতীয় ঐক্য গড়ে তোলার তাগিদ দেন তাঁরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, “চব্বিশের জুলাই-আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচার পতিত হলেও ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি। আমাদের ঐক্যকে এখন আরও সুদৃঢ় ও ইস্পাতকঠিন করতে হবে। বিভাজন নয়, দরকার দুর্বার গণপ্রতিরোধ।”
তারা গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে আহত এনসিপি নেতা-কর্মী, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।