নিরাপত্তার স্বার্থে জবিতে রাত ১০টার পর অবস্থান নিষেধ

ডেস্ক রিপোর্ট:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত ১০টার পর শিক্ষার্থীসহ কেউ যেন অবস্থান না করেন— এমন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী দিয়া রশিদ বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সিদ্ধান্ত সময়োপযোগী হলেও প্রয়োগের ক্ষেত্রে মানবিকতা ও নমনীয়তা থাকা দরকার।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে জানা গেছে। উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সুবিধা ও শৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, সবাই নিয়মটি মেনে চলবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে রাত ১০টার পর ক্যাম্পাসে যেকোনো ধরনের অবস্থান কার্যত নিষিদ্ধ হয়ে গেল। প্রশাসন আশা করছে, সবার সম্মিলিত সহযোগিতায় ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকবে।

Share