শিক্ষা ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (ডাকসু) নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম প্রতিশ্রুতি দিয়েছেন যে হলে সিট না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা হবে।
শুক্রবার জুমার নামাজ শেষে ক্যাম্পাসে প্রচারণাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান আবাসন সংকট মোকাবেলায় এই প্রতিশ্রুতি দেন।
সাদিক কায়েম বলেন, “বিশ্ববিদ্যালয় শতবর্ষ পার করলেও কার্যকর এক্সিকিউটিভ প্ল্যান না থাকায় নানা সংকট রয়ে গেছে।” সম্ভাব্য ভোটারদের উদ্দেশে তিনি আরও জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে আবাসন সংকটসহ শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধান করবেন।
তার নির্বাচনী ইশতেহারে আবাসন সংকট সমাধানের পাশাপাশি হলের খাবারের মানোন্নয়ন, স্বচ্ছ মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং আধুনিক মিল ভাউচার সিস্টেম চালুর প্রতিশ্রুতিও রয়েছে। তিনি বলেন, “হলের খাবারের মান উন্নত করা হবে। দাম নির্ধারণে স্বচ্ছতা আনা হবে এবং মিল ভাউচার সিস্টেম চালু করা হবে।”
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর অংশ হিসেবে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসজুড়ে প্রচারণা তীব্র আকার ধারণ করেছে। নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে সাদিক কায়েমের এই অঙ্গীকার ক্যাম্পাসের দীর্ঘদিনের এক সংকটকেই সরাসরি সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে।
শতবর্ষ পূর্ণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট এখনো নিরসন হয়নি। সাদিক কায়েমের প্রস্তাবগুলোকে শিক্ষার্থীদের কল্যাণে লক্ষ্যভিত্তিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা পূর্ববর্তী প্রশাসনগুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।
তার প্রচারণার মূল কৌশল হচ্ছে স্লোগান বা আড়ম্বর নয়, বরং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেওয়া, যেখানে আবাসন ও খাদ্যসেবার মতো শিক্ষার্থীদের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।