শিক্ষা ডেস্ক:
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, আমরা যারা প্রার্থী হয়েছি সবাই জুলাই যোদ্ধা আপনারা (শিক্ষার্থীরা) নিজেদের পছন্দের প্রার্থীদের ভোটকেন্দ্রে এসে ভোট দিন।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল এন্ড কলেজে সেন্টারে ভোট প্রদান শেষে তিনি এই আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন—ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মধ্য আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের বলবো আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছি সবাই একেকজন জুলাই যোদ্ধা।
তিনি বলেন—জুলাইয়ে আমরা সবাই সবার পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। জুলাই বিপ্লবের ভূমিকা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে।
তিনি বলেন—ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকে আমরা সেই নজির দেখেয়েছি৷ আজকের নির্বাচনেও আমরা সকল প্রার্থী সেই দায়িত্বশীল আচরণ করবো। একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই। আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপ দিতে চাই। সেই জায়গা থেকে আমরা বলেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজন করতে। আমরা পর্যবেক্ষণ করছি সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে বিকালে সেভাবে শেষ হবে।
জয়ের বিষয়ে তিনি বলেন—আমরা আশা রাখছি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের ওপর শিক্ষার্থীরা আস্থা রাখবে। কারণ আমরা দেখেছি প্রচারণা শুরুর পর থেকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখেছি। এবং শিক্ষার্থীদের কথাই আমাদের কথা। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ আমাদের উদ্দেশ্যে।
ছাত্রদল আচরণবিধি মানছে না বলে অভিযোগ তুলে তিনি বলেন—বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে সেন্টারের বাইরে কোনো টেবিল বসানো যাবে না। কিন্তু ছাত্রদল সেন্টারের বাইরে ডেস্ক বসিয়েছে। এবং তারা ভোটারদের এখনও স্লিপ দিচ্ছে।
সবাইকে আচরণ মানার অনুরোধ জানিয়ে তিনি বলেন—এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জয় পরাজয় মেনে নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় কারো প্রতি অতিরিক্ত সুবিধা দেয় তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা চাইনা শিক্ষার্থী বনাম ছাত্র এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক।
এই সেন্টারে ৪টি হলে শিক্ষার্থীরা ভোট দেবেন । হলগুলো-সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসিম উদ্দিন হল।
এই সেন্টারে ভোট দেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান।