জাকসু নির্বাচন কমিশনারসহ ৪ জনের পদত্যাগ

শিক্ষা ডেস্ক:

জাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে বিএনপি সমর্থিত তিন শিক্ষক ও একজন নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাহরিন ইসলাম খান ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি।

শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে। একজন নির্বাচন কমিশনার হিসেবে সবসময় চেয়েছি কমিশনকে পরামর্শের মাধ্যমে সঠিক জিনিসটা জানাতে। কিন্তু যখনই বিভিন্ন সময়ে পরামর্শ দিয়েছি তা পরিবর্তন করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল ৩৩ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন অনেক ভালো হবে। কিন্তু যে প্রক্রিয়ায় এটি করা হয়েছে, তার কোনটাই সঠিক ছিলনা।’

এর আগে ভোটের দিন পদত্যাগ করা নজরুল ইসলাম কেন্দ্রীয়ভাবে জাকসু নির্বাচন মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন। বাকি দুই শিক্ষক হল পর্যায়ে ভোট মনিটরিং করছিলেন। তিনজনই ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

Share