ডিসেম্বরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে: তাজুল ইসলাম

ডেস্ক রিপোর্ট:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার শেষ হবে। বুধবার ট্রাইব্যালের শুনানির পর সাংবাদিকদের এ আশাবাদ প্রকাশ করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজে যে অগ্রগতি তাতে আমরা মনে করি এ বছরের মধ্যেই বেশ কয়েকটি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব। সে গতিতেই বিচারপ্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী ও ভুক্তভোগীদের পরিবারকে আশ্বস্ত করতে চাই যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে বর্তমান ট্রাইব্যুনাল। আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাযজ্ঞের মূল কুশীলবদেরও দণ্ডিত করা সম্ভব বলে আশা করি।

এদিকে বুধবার জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী মামলায় পলাতক আওয়ামী লীগ এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

Share