মৌলভীবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফজলে রাব্বী

স্টাফ রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফজলে রাব্বী। তিনি বড়লেখা উপজেলার শংকরপুর, দাসের বাজার এলাকার বাসিন্দা এবং ডি’রেক্স গ্রুপের চেয়ারম্যান।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্কিন কেয়ার ও মেকআপ সামগ্রী উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি পর্তুগাল ও পোল্যান্ডে “রাব্বী লজিস্টিক” নামে আন্তর্জাতিক পরিবহন ব্যবসা পরিচালনা করছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ৭৮ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন এবং আরও ২০০ জনের বেশি শ্রমিক লজিস্টিক সাপোর্টে যুক্ত আছেন।

ব্যবসার পাশাপাশি ফজলে রাব্বী সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি “দূর্বার ৭১” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন, যা বন্যাদুর্গত ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছে। এছাড়া তিনি উপজেলা ক্রীড়া কল্যাণ সংস্থায় আর্থিক সহায়তা প্রদানসহ এলাকার ক্রীড়া উন্নয়নেও ভূমিকা রাখছেন। ফজলে রাব্বীর লক্ষ্য দক্ষ জনবল বিদেশে রপ্তানি করা এবং বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও পরিচিত করে তোলা। তিনি বলেন, “আমার লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উন্নয়ন এবং তরুণদের স্বাবলম্বী করে তোলা। জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি।”

Share